ফিরে এসো মানবতা
কোনো এক তপ্ত দুপুরের বৃষ্টি হয়ে,
ভিজিয়ে দাও মানুষের মনের শুষ্কতা।
তোমার আগমনে মুছে যাক
ধরার সকল ভেদাভেদ
ধনী গরীব যেন খেতে পায় সমান থালে।
বিবর্ণ আজ জাতির পতাকা
কাঁদছে শত শত নিঃস্ব মানুষ।
তবু যারা আশ্বাস নিয়ে বেঁচে আছে
তাদের দেখি রুটির মতো সেঁকা হচ্ছে উনুনে;
আজ ফিরে এসো মানবতা,
ওদেরকে একটু বাঁচতে দাও।