মন্দ কাজে দক্ষ যারা
সাধু সেজে বাইরে তারা
পরের ক্ষতি করে।
চুরি করা তাদের পেশা
নিত্য তারা করে নেশা
চলে গর্ব ভরে।
মুখে তারা সমাজ সেবক
খাচ্ছে সদা গরিবের হক
লম্বা কথা বলে।
কালো টাকায় পকেট ভরে
সোনা রূপা জমায় ঘরে
গায়ের জোরে চলে।
আমাদের এই সমাজ মাঝে
অনেক ছেলেই এমন কাজে
জানি আমরা সবে।
মা বাবাকে বলো যদি
ছেলে জুড়ছে চোরের গদি
ঝগড়া করতে হবে।
চোরের মায়ের বড় গলা
খুঁজবে কত ছলাকলা
ছেলের পক্ষ নিয়ে।
সমাজপতি আছেন গ্রামে
মিথ্যা বলে তোমার নামে
নালিশ করবে গিয়ে।