লেখায় ছন্দ পড়ায় ছন্দ
ছন্দ শিশুর ক্রন্দনে।
চলায় ছন্দ বলায় ছন্দ
ছন্দ জীবন বন্ধনে।
ধর্মে ছন্দ কর্মে ছন্দ
ছন্দ রয়েছে শিক্ষাতে।
নদীতে ছন্দ গতিতে ছন্দ
ছন্দ আছে যে দীক্ষাতে।
হাসিতে ছন্দ কাঁদিতে ছন্দ
ছন্দ রয়েছে ক্ষমতায়।
সুখের ছন্দ শোকের ছন্দ
ছন্দ লোকের মমতায়।
তারায় ছন্দ শশীতে ছন্দ
ছন্দ পাখির এ কুজনে।
আকাশে ছন্দ বাতাসে ছন্দ
ছন্দ অলির গুঞ্জনে।
বৃক্ষে ছন্দ পুষ্পে ছন্দ
ছন্দ সকল উপবনে।
কলেজে ছন্দ নলেজে ছন্দ
ছন্দ রয়েছে তপোবনে।