রাতের শেষে পূব আকাশে
উঠবে রাঙা রবি।
রবির স্পর্শে জাগবে জগত
কাটবে ঘুমের ছবি।
ভোরের তেজে ঘুচবে কালো
আসবে আলো আবার।
গরীব দুখী হাসবে সবাই
মিলবে আহার সবার।
দুঃখের পরে সুখের পরশ
ইহাই বিধির রীতি।
আঁধার রাতে চলতে হবে
দূর করে সব ভীতি।
ধৈর্য ধরে থাকতে হবে
বিপদ আসে যদি।
থমকে গেলে হবে না যে
চলো নিরবধি।
একটা সময় দুঃখ গুলো
যাবে অনেক দূরে।
জীবন বীণা বাজবে তখন
মিষ্টি মধুর সুরে।