চলার পথে আসবে বাধা
চলতে হবে তবু।
থমকে গেলে সফল তুমি
হবেনা'কো কভু।
অনেক কঠিন সময় পাবে
জীবন মাঝে তব।
সাহস করে চলো যদি
দেখবে আলো নব।
সঠিক কাজে ন্যায়ের পথে
থাকো নিরবধি।
চলতে থাকো আপন মনে
যেমন চলে নদী।
ভয়ে পেয়ে ঐ ঘরের মাঝে
বসে থাকে যারা।
তারা সবাই কাঁদছে দেখো
হয়ে দিশেহারা।
চলার পথে জীবন রথে
ভয় পেলে কী চলে।
সাহস করে দুর্গম পথে
এসো দলে দলে।