কোভিড ঊনিশ সারা বিশ্ব করে ফেলছে গ্রাস,
তাইতো মোরা ভীত আজি মনে অনেক ত্রাস।
এই ভয়েতে সবাই যখন বন্দী ঘরের মাঝে,
চিকিৎসকরা রোগীর তরে ব্যস্ত কিন্তু কাজে।
নিজের প্রাণের ঝুঁকি নিয়ে করছে ওরা কর্ম।
আপন মনে করছে সেবা এটাই তাদের ধর্ম।
দিনে রাতে সেবায় রত অনেক কষ্ট করে,
জাতি-ধর্ম নির্বিশেষে শুধুই রোগীর তরে।
ধরার মাঝে অনেক পেশা টাকা পেলেই খুশি।
ওরা কিন্তু চায়গো শুধু রোগীর মুখের হাসি।
চিকিৎসা যে কতো মহান একটু ভেবে দেখো।
মানব সেবা কাকে বলে ওদের থেকেই শেখো।
এই জগতে চিকিৎসাতে যুক্ত আছে যত।
তাদের প্রতি প্রণাম আমার রইল শত শত।
রোগীর সেবায় জীবন খানা করছে যে বলিদান,
মহান প্রভু দিবেন তাদের উত্তম এক প্রতিদান।