রাতের বেলা আকাশ পানে
লক্ষ তারার মাঝে।
চাঁদ মামা'টা করে খেলা
বিচিত্র এক সাজে।
গোলাকার এক প্রদীপ যেন
জ্বলে আছে দূরে।
লুকিয়ে পড়ে সে যে আবার
সূর্য উঠলে ভোরে।
ধরার পরে আপন মনে
ছড়িয়ে দেয় আলো।
জগত থেকে ঘুচিয়ে নেয়
রাতের যত কালো।
মাঝে মাঝে মেঘলা নভে
লুকোচুরি খেলে।
গাছের ফাঁকে উঁকি মেরে
কিরণটা দেয় ঢেলে।
এমন ভাবে চাঁদের খেলা
নিত্য চলে থাকে।
ভালোবেসে সর্ব লোকে
মামা বলে তাকে।