লক্ষ লক্ষ বীর শহীদের রক্তে আঁকা স্বাধীনতা।
কেন আজ বাজছে দেশে একনায়কতন্ত্রের ঘণ্টা?
কেন এই স্বৈরশাসনের ডাক?
কেন আজ দিকে দিকে সন্ত্রাসী হানা?
ঊনচল্লিশ কোটি ভারতীয় সেদিন
চেয়েছিল এক স্বাধীন দেশ।
চায়নি তারা একনায়কতন্ত্রের বাজনা,
চায়নি স্বৈরাচারী শাসন ব্যবস্থা,
চায়নি ক্ষেপণাস্ত্রের এই বিষাক্ত ছোবল।
তারা চেয়েছিল শুধু---
তেরঙার ছায়াতলে এক নির্মল জীবন
যেখানে থাকবে পূর্ণ গণতন্ত্র,
সকলের মুখে থাকবে হাসি,
থাকবে মানুষ হয়ে বেঁচে থাকার পূর্ণ অধিকার।
তবে কেন আবার সেই বৈশাখী মেঘ গর্জন,
কেন শুনা যায় মা-বোনের কান্না,
কেন নির্যাতিত পায়না সুবিচার,
কেন রাজনীতির নামে অস্ত্রনীতি?
আজ একশত সাঁইত্রিশ কোটি ভারতীয়
বাহাত্তর বছর পর আবার
চাই বেঁচে থাকার অধিকার,
চাই সাম্য সমতার ভারত,
চাই শান্তি, চাই অস্ত্রের পরিহার।
কে আছ বীর সন্তান, নেতাজীর উত্তরাধিকার?
আজ সময় হয়েছে আবার বাজাও বাঁশি,
যে বাঁশির সুরে থাকবে ঐক্যের ডাক,
ঐ ডাকে একজোট হয়ে সকল ভারত সন্তান,
গড়ব সাম্যের ভারত, রাখব শহীদ গণের মান।