একা একা বসে ভাবি...
কী বিচিত্র প্রাণী, এই মনুষ্য!
পেয়েছি কত স্বজন, সুজন, কত প্রিয়জন
পেয়েছি এই প্রকৃতি, বাড়ি, গাড়ী, সবই...
তবু মনে হয় কী যেন পাইনি আমি,
মনে হয় আমি বড়ই অভাবী।
সত্যি বড় বিচিত্র, এই মনুষ্য!
মানুষের নেই কোনো কিছু পাওয়ার অভাব।
তবুও অভাবী। অভাবী শুধু আত্মতুষ্টির।