প্রভু! তুমি দাও, বুঝায়ে দাও আমাদের সকলেরে।
বুঝায়ে দাও-- তুমি আছো সেই শিশুটির মাঝে
যার জন্ম হয়েছে কোনো এক কুক্ষণে
মহানগরের ফুটপাথে।
হে প্রভু! তুমি জানিয়ে দাও--
তুমি আছো সেই কিশোরীর চোখে
অনেকটা রজনী যার হয়নি ঘুম
কোনো এক সাহেবের ফ্ল্যাটে, তার অত্যাচারে।
হে প্রভু! তুমি শিখিয়ে দাও--
তুমি আছো সদ্য বিধবা সেই নারীর মুখে
যার একমাত্র পুত্র খুন হয়েছে
অজ্ঞাত এক আততায়ীর গুলিতে।
প্রভু, তুমি বুঝায়ে দাও সকল মানবেরে--
বুঝায়ে দাও-- তুমি মন্দির মসজিদে নয়,
তুমি আছো নীরবে নিঃস্ব মানুষের মাঝে;
তুমি যে বাস কর সকল জীবের মাঝে।