কত শত শিশু আজও দেখি পথের ধারে,
বুভুক্ষু ওরা, ঘুরে বেড়ায় সকাল থেকে সন্ধ্যা
একটু খাবারের সন্ধানে।
এই সব বুভুক্ষু শিশুরাই জানে
এক একটা অন্নের মানে!
শিক্ষা-দীক্ষায় আমরা তো এগিয়েছি বেশ,
বুলেট ট্রেনের গতিতে ছুটে চলি প্রতিক্ষণে
পৌঁছতে চাই উন্নয়নের শিখরে।
পৃথিবী এখানে তবু সেই কচ্ছপ সওয়ার
এই সব ক্ষুধার্ত শিশুদের বেলায়;
কিছুতেই তাকায় না ফিরে ওদের প্রতি।
ক্ষুধার্ত শিশুদের দল তাই একই আছে...
ক্ষুধা নিয়ে আজও তারা,
যেমন ছিল হাজার বছর আগে।