বৃষ্টি পড়ে ঝম ঝমা ঝম
ঘরের টিনের চালে,
বৃষ্টি পড়ে টুপুর টাপুর
দিঘী পুকুর খালে।
বৃষ্টি পড়ে মিষ্টি সুরে
শাপলা কদম ফুলে,
বৃষ্টি পড়ে সমান তালে
নদীর দুটি কুলে।
বৃষ্টি পড়ে পাড়া গাঁয়ের
নানান রকম ক্ষেতে,
বৃষ্টি পড়ে মাছেরা তাই
খেলায় উঠে মেতে।
বৃষ্টি পড়ে দিনে রাতে
বৃষ্টি সকাল সাঁঝে,
বৃষ্টি পড়ে বলেই এ দেশ
নতুন রূপে সাজে।