দাদু এখন ভীষণ রকম অসুস্থ
পড়ে আছেন বিছানার একপাশে
বড়ো মূল্যহীন তার প্রাণ
নির্জনে শুয়ে আছেন প্রাণহীনতার দেশে।
কেউ দেখে না চেয়ে
তার এই ক্ষীণ প্রবাহিত নিঃশ্বাস
সবাই শুধু সবলের বাসনায়
দুর্বলের প্রতি করো নেই যে বিশ্বাস।
দাদু যখন সবল ছিলেন
সকাল সন্ধ্যা কাজ করতেন গায়ের বলে
আমাদের ভার দিয়েছিলাম তার উপর
প্রত্যাশা পূরণে শেষ করেছি পলে পলে।
আসলে আমরা এমনই স্বার্থপর
প্রতিদিন দুর্বলকে দিই দূরে ঠেলে
প্রাপ্তির বাসনায় অন্ধ হয়ে
বয়স্কদের মেরে ফেলি অনাদরে অবহেলে।