পরির মতো বউটা রেখে
বিদেশ থাকে ছেলে।
ঘুরতে যায় বউটা তাহার
একটু সুযোগ পেলে।
এসব নিয়ে ঝগড়া চলে
বউ শ্বাশুড়ী মাঝে।
পরস্পরে হিংসা বাড়ে
খাওয়া, পরা, কাজে।
দিবা রাত্রি দ্বন্দ্বে থাকে
লড়াই কভু করে।
পাড়া পড়শি দেখে সবাই
কেউবা এসে ধরে।
তারা দু'জন সমান রাগী
তাইতো থাকে রণে।
রিপুর মতো করে বসত
বাসায় প্রতি ক্ষণে।
এমন করে সংসারেতে
চলে নিত্য আড়াল।
রাগের বশে বউ কখনো
ছোটে বাপের বাড়ি।