বর্ষা হল ফলের ঋতু
পাকে নানা ফল।
আম আনারস কাঁঠাল লিচু
জিভে আসে জল।

নানার রকম ফলের আছে
নানান রকম স্বাদ।
স্বাদে গুণে ভরপুর সব
দিওনা খেতে বাদ।

হৃৎপিণ্ডটা থাকবে ভালো
বেশি খেলে আম।
হাড়ের জন্য কাঁঠাল ভালো
ত্বকের জন্য জাম।

আনারসে হজম শক্তি
বাড়ায় অনেকগুণ।
লিচু রাখে লিভার ভালো
ইহাই তাহার গুণ।

কলা খেলে চিনির মাত্রা
থাকবে নিয়ন্ত্রণ।
সুস্থ থাকতে ফল খেতে হয়
জানে সকল জন।