আষাঢ় মাসে বর্ষা শুরু
মুশলধারে পড়ছে বৃষ্টি।
নদীগুলো ভরছে জলে
কেড়ে নিচ্ছে সবার দৃষ্টি।
গগন মাঝে মেঘের খেলা
সবাই খুশি বৃষ্টিপাতে।
রামধনু ঐ উঠছে ভেসে
বৃষ্টি ভেজা নব প্রাতে।
মৎস্য ধরতে জেলেরা আজ
চলছে দেখো মাঠের পানে।
স্রোতে ভাসছে মাঝির নৌকা
গাইছে তারা আপন মনে।
চাষী ভায়া কোমর বেঁধে
নামছে মাঠে করতে কর্ষণ।
কৃষিকার্য হবে ভালো
হয়না যদি অতি বর্ষণ।
মাছগুলো ঐ করছে খেলা
উপচে পড়া জলের মাঝে।
এমনিতরে বর্ষাকালে
সাজছে ধরা নতুন সাজে।