ভাদ্র মাসে দূর আকাশে
মেঘের ভেলা ভাসে।
ঋতুর তালে শিউলি ডালে
ফুলের কলি হাসে।
কালো আকাশ বহে বাতাস
প্রতিদিনের ভোরে।
বিহগ ডাকে পাতার ফাঁকে
মিষ্টি মধু সুরে।
গ্রামের ধারে নদীর পারে
কাশফুলেরা ফুটে।
দুর্গা পূজা আসছে ঐ
মনটা নেচে ওঠে।
ধানের ক্ষেতে উঠছে মেতে
গ্রামের যত চাষী।
ঝরছে ঘাম করছে কাম
তবুও মুখে হাসি।
শরৎ আসে ভেলায় ভাসে
দেখতে লাগে বেশ।
শিশির ঝরে তটের পরে
বর্ষা হলো শেষ।