আষাঢ় মাসে বর্ষা শুরু
রোজই পড়ছে বৃষ্টি।
অতি বর্ষণ বন্যার কারণ
ধ্বংস হচ্ছে সৃষ্টি।
নদী পুকুর উপচে পড়ছে
বৃষ্টিপাতের ফলে।
রাস্তা ঘাট আর ঘর বাড়ি সব
প্লাবিত আজ জলে।
আতঙ্কিত সকল মানুষ
কষ্ট সবার ঘরে।
অনাহারে পশু পাখি
যাচ্ছে আজি মরে।
ফসল কিংবা পুকুরের মাছ
সবই যাচ্ছে ভেসে।
শ্রমিক কৃষক আছেন যারা
তারাই গেছেন ফেঁসে।
প্রতি বছর বন্যা আসলে
সবাই করেন কষ্ট।
বন্যার ফলে কত কিছু
হয়ে যায় যে নষ্ট।