এসেছে বর্ষা পড়ছে বৃষ্টি।
আকাশ আঁধার করে
টুপুর টাপুর বৃষ্টির জলে
তটিনী উঠছে ভরে।
উচ্ছ্বসিত ঐ বন্যার জলে
ভাসছে রাস্তা ঘাট।
ঘর বাড়ী সব জলের তলায়,
ডুবছে ক্ষেতের মাঠ।
গ্রামের মানুষ গৃহহারা আজ
ক্ষুধার জ্বালায় মরে।
থাকবে কোথায়, বাঁচবে কেমনে
দুঃখে অশ্রু ঝরে।
পশু-পাখি গুলো মরেই যাচ্ছে
কী আর বলব ভাই।
সকলের মন চিন্তিত আজ
কারো চোখে ঘুম নাই।
এমন কষ্ট আসামের বুকে
প্রত্যেক সালে হয়।
দুর্যোগ থেকে বাঁচাও মোদের
ওগো প্রভু দয়াময়।