ধর্মকে আজ পুঁজি করে
ভণ্ডরা সব মুখোশ পরে
সমাজ করছে নষ্ট।
সাজ পোশাকে মস্ত সাধু
দেখায় কতো ভেল্কি যাদু
এরা সবাই ভ্রষ্ট।
মিষ্টি কথায় পীরের বেশে
খাচ্ছে লুটে হেসে হেসে
করে অনেক ফন্দি।
সত্য ঢেকে মিথ্যা বলে
মানুষ ঠকায় নানান ছলে
বিবেক করে বন্দি।
মালা পরে রাস্তায় চলে
ভক্ত ভিড়ে দলে দলে
মুখে ধর্মের বাণী।
ওরা সবাই ভণ্ড মানব
সাধু বেশে আস্ত দানব
করছে দেশের হানি।
অল্প একটু শিক্ষা নিয়ে
কাল্পনিক সব ব্যাখ্যা দিয়ে
মানুষ নিয়ে খেলে।
ভণ্ডদেরকে পৃথক করে
সবাই মিলে তাদের ধরে
দিতে হবে জেলে।