দিনকাল সব বদলে গেছে
বদলে গেছে এই সৃষ্টি।
এই জগতে আগের মতো
বর্ষাকালে নেই বৃষ্টি।
আষাঢ় মাসের প্রখর রোদে
ক্লান্ত আজি সবার মুখ।
প্রকৃতির কি যে করুণ হাল
কাকে বলি মনের দুখ।
শুষ্ক দেহে গাছ পালা সব
করছে বর্ষার আবেদন।
বৃষ্টি যখন নামবে ধরায়
সতেজ হবে দেহ মন।
কৃষক আছে বর্ষার আশায়
করবে তারা জমি চাষ।
বৃষ্টি যদি হয়না ধরায়
হবে তাদের সর্বনাশ।
বর্ষার দিনে চলছে খরা
জমিন করছে হাহাকার।
পাহাড় জঙ্গল করছ ধ্বংস
কে আছে আজ বাঁচাবার?