যুগটা আজকে বদলে গেছে
বদলে গেছে রীতি রেওয়াজ।
মডার্ণ হচ্ছে সবাই আজি
বর্জন করে প্রাচীন সমাজ।
গ্রামে গ্রামে হয়না এখন
মঞ্চ পেতে লোকগীতি
লাঠি খেলা, জারি গানের
অনেক আগেই ঘটছে ইতি।
পুতুল নাচ আজ নির্বাপিত
ধামাইল নাচ ও হয়না আর।
বলিউড আর টলিউডে
হৃদয়টা জয় করছে সবার।
কোথাও হয়না যাত্রাপালা
কেউ শুনেনা আর বাউলা গান।
এমন করেই পল্লীবাংলা
হারাচ্ছে আজ নিজস্ব মান।
পশ্চিমাদের চাল চলনে
মুগ্ধ সকল বাঙালি আজ।
নিজ ইতিহাস ভুলে গিয়ে
ধরছে তারা বিদেশী সাজ।