মনের মাঝে নেইকো শান্তি
ঘুম আসেনা চোখে।
সখী আমার চলে গেছো
বুক ভরা তাই দুখে।
ভাবি আমি তোমার কথা
সকাল দুপুর সাঁঝে।
স্মৃতিগুলো প্রতিক্ষণে
ভাসে মনের মাঝে।
তোমায় ঘিরে আমার মনে
ছিল কতো আশা।
হঠাৎ করেই ভুলে গেলে
ভেঙ্গে সুখের বাসা।
তুমিই ছিলে এই জগতে
আমার জীবন সাথী।
তুমি ছাড়া এই জীবনে
নামে আঁধার রাতি।
সুখ শান্তি সব কেড়ে নিয়ে
চলে গেছো দূরে।
তোমায় ছাড়া যায়না থাকা
কাঁদছি করুণ সুরে।