মনের অতলে বিরহের তেজ
দাউ দাউ করে জ্বলে।
প্রেম কাহিনীর শত শত স্মৃতি
মনে পড়ে প্রতি পলে।
আমার দু'চোখে হাজার স্বপ্ন
ছিল তোমাকেই নিয়ে।
চলে গেলে তুমি প্রতারণা করে
আমায় কষ্ট দিয়ে।
জীবনের মাঝে নিদারুণ বেশে
এসেছে আঁধার রাতি।
হেরে গেছি আজ ছলনার কাছে
নিভেছে প্রেমের বাতি।
বিষণ্ণ মনে কেটে যায় দিন
তোমাকেই ভেবে ভেবে।
বুঝিনিতো কভু প্রতারণা করে
এমন কষ্ট দেবে।
ছিলাম দু'জন কতই আপন
ভুলবো কেমন করে।
স্মৃতিরা যখন ভেসে ওঠে চোখে
বেদনায় যাই মরে।