গর্বেতে বুক ভরে উঠে
তোমার সাহসিকতায়।
বীরাঙ্গনা, তোমায় স্যালুট
জানাবো কোন ভাষায়!
শতজনা করছে ঘেউ ঘেউ
আকাশ ছোঁয়া চিৎকার,
নির্ভীক তুমি একাই লড়লে
দিলে সিংহের হুংকার।
গগন চুম্বী সাহস তোমার
অগ্নুৎপাতের ঐ তেজ।
তোমার বজ্র কণ্ঠ শুনে
হায়নারা সব নিস্তেজ।
তুমি গড়লে নতুন আখ্যান
বিজয়ের এই রথে।
প্রাণিত আজ সকল নারী
তোমার দৃশ্য পথে।
ঈমানের জোর কত বেশী
করলে তাহা প্রমাণ।
হৃদয় থেকে স্যালুট জানাই
বীরাঙ্গনা মুসকান।