মানব রূপে জন্মেছি ধরায় তবু,
মানবতা দেখিতে পাইনি কভু।
তাই আকাশ, বাতাস, পাখি, তরু-লতা
একসাথে কাঁদে আজ বিপন্ন মানবতা।
মানুষই খুন করে আজ মানুষের কলি,
নিষ্পাপ শিশুরা তাই হিংসার বলি।
মানুষের অবয়বে যেন পশুর তাণ্ডব।
মানুষ মানব নয় হয়েছে দানব।
সৃষ্টির সেরা জীব কতইনা আজব,
মানবতা হারিয়ে করিতেছে তাণ্ডব।
ধরার অসঙ্গতি নিয়মে এ হৃদয় নিঃস্ব,
বিপন্ন মানবতা আজ হতবাক বিশ্ব।