এ দেশে চলছে আজ দানবের শাসন
নেই কোন কাজ, মুখে শুধু ভাষণ।
শাসন নয়, এতো মহা অপশাসন!
উন্নয়নের নামে চলছে যত শোষণ।
আছে যারা দালাল, করে সব হালাল
যা ছিল সবই যেন দু-পয়সায় কিনা।
বিক্রিত মানব আর বিকৃত বুদ্ধি
আজকের সমাজে পায় স্বীকৃতি।
মৌল গৌণ কোন চাহিদাই হয়নি পাওয়া।
সবকিছুর বিনে আজ শুধু জীবন ভিক্ষা চাওয়া।
রক্তের হলি খেলায়, দ্বিগুণ জ্বালায়-
জীবিত আছি এ কলঙ্কময় ধরায়।
পয়সায় কিনা, আছে কত পাতিনেতা
কণ্ঠে তাদের বিষ রয়েছে আর হাতে কুকর্ম।
নেতার আদেশে করছে তারা কাজ,
হারায়ে মানবাতার ধর্ম।
চাইনা আর এ দানবের শাসন,
চাইনা এ হিটলারি রাজতন্ত্র।
তোমার সঙ্গতিহীন শাসনে-
হতবাক দেশবাসী আজ বিপন্ন গণতন্ত্র।