সকাল বেলা মোরগ ডাকে
ডাকে হরেক পাখি।
সবাই বুঝি বলছে ডেকে
খুলো তোমার আঁখি।
পুব আকাশে সোনার রবি
ছড়িয়ে দেয় আলো।
নতুন সাজে ধরিত্রীটা
দেখতে লাগে ভালো।
পুষ্প ফুটে বাগান মাঝে
বাতাসে ভাসে ঘ্রাণ।
মধুর লোভে ছোটে ভ্রমর
আনন্দিত প্রাণ।
চাষী ভাইরা মাঠের পানে
করবে জমি চাষ।
তাদের শ্রমে ধরার মাঝে
ফলে সকল আশ।
ভোরের রূপে মাতাল আমি
খুব সকালে উঠি।
প্রফুল্লিত মনটা নিয়ে
কর্ম পানে ছুটি।