রাতের শেষে ভোর হয়েছে
চাষী ছোটছে মাঠে।
ওরে খোকন ওঠরে জেগে
আর ঘুমাস না খাটে।
দেখনা চেয়ে রবি মামা
ছড়ায় কেমন আলো।
সেই আলোতে ধরা থেকে
ঘুচায় সকল কালো।
পাখি ডাকছে গাছের ডালে
ফুল ফুটেছে বাগে।
গুণ গুণ করে মৌমাছিরা
ছুটছে অনুরাগে।
উঠল এবার খোকন সোনা
পরল জামা গায়।
হাত মুখ ধোয়ে খোকন মোদের
ফল কুড়াতে যায়।
'আয়রে খোকন আয়রে ঘরে'
ডাকছে তাহার মায়।
জলখাবারটা খেয়ে খোকন
পাঠশালাতে যায়।
পড়া লেখা করবে অনেক
রাখবে দেশের মান।
মোদের খোকন সবার সেরা
এই গাঁয়েরই শান।