ভারত ভূমে জন্ম আমার
ভারত মায়ের ছেলে।
খাওয়া, পরা, বেঁচে থাকা
এই মায়ের-ই কোলে।
এই দেশেতে জন্ম নিয়ে
হলাম আমি ধন্য।
দেশটি আমার প্রাণের চাবি,
দিচ্ছে সকল পণ্য।
মাতৃভূমির মান রক্ষার্থে
প্রস্তুত আছি আমি।
আমার কাছে এই ভূমিটি
হীরার চেয়ে দামি।
শত্রু যদি আঘাত হানে
আমার দেশের পরে।
যুদ্ধের জন্য নামব মাঠে
বসবনা যে ঘরে।
প্রয়োজনে জীবন দিয়ে
রাখব দেশের সম্মান।
বুক ফুলিয়ে থাকব সবাই,
ভারত মায়ের সন্তান।