শহিদ হয়ে লক্ষ সেনা
জনগণের রক্তে কেনা
আমার সোনার দেশ।
নেতারা আজ খাচ্ছে লুটে
চামচারা সব সঙ্গে জুটে
দেশটা করছে শেষ।
সমাজ সেবার রূপটি ধরে
গরীবদেরকে শোষণ করে
হচ্ছে বড়ো লোক।
চড়ছে তারা এ.সি গাড়ি
গড়ছে বড়ো দালান বাড়ী
বুঝবে মোদের শোক?
দিচ্ছে শুধু মিথ্যে ভাষণ
চলছে দেখি অপশাসন
সংবাদ মাধ্যম চুপ।
মানে না যে নিয়ম নীতি
মনে ওদের নেইকো প্রীতি
ধরছে যমের রূপ।
স্বাধীন দেশের দামাল ছেলে
দেখো একবার নয়ন মেলে
জেগে ওঠো আজ।
এসো সবাই দলে দলে
আমজনতার ঐক্য বলে
ভাঙো লুণ্ঠন রাজ।