ভাই বোন মানে সেরা বন্ধু
একই সাথে খেলা।
পড়া লেখা গল্প আড্ডায়
কেটে যায় যে বেলা।
ভাই বোন মানে মিষ্টি ঝগড়া
লেগে থাকে নিত্য।
তবু দেখি ভালোবাসায়
পূর্ণ ওদের চিত্ত।
ভাই বোন মানে শ্রেষ্ঠ জুটি
মনের কথা বলা।
হাসি খুশি বেদনাতে
একই সঙ্গে চলা।
ভাই বোন মানে অমূল্য ধন
যেমন চোখের মণি,
একের কাছে অপর হলো
ভালোবাসার খনি।
ভাই বোনের এই ভালোবাসা
সত্যি অনেক মধুর।
ভাই-বোন ছাড়া জীবন খানা
একেবারে বিধুর।