তুমি থাক মহা সুখে আনন্দ উল্লাসে
সুউচ্চ অট্টালিকায়।
আমি ক্ষুধার জ্বালায় অন্নের তল্লাশে
ঘুরি রাস্তায় রাস্তায়।
তুমি ফেল দেখি কত উচ্ছিষ্ট খাবার
ঐ রাজপথের ড্রেনে।
আমি কাঁধে তলে নিয়ে মাগছি আহার
গ্রাম, শহর বা ট্রেনে।
তোমার পৃথিবী তৃপ্ত প্রাচুর্যতা আর
নানা রকম আহারে।
আমার জগতখানি হতাশায় ছার
মরে যাই হাহাকারে।
তুমি রঙিন পোশাকে সজ্জিত মানুষ
প্রসিদ্ধ তোমার নাম।
আমি হলাম মানুষ নামের ফানুস
নেই যে আমার দাম।
তোমার চোখে গগন ঘেঁষি কত স্বপ্ন
ছুটছ তাহার পিছু।
আমার আকাশে শুধু বাঁচিবার স্বপ্ন
আশা নেই আর কিছু।
তুমিও মানব আমিও মানব ভাই
তবু এত ব্যবধান।
তোমার আর আমার অসাদৃশ্য তাই
চিরকাল অনির্বাণ।