মানুষ নামের প্রাণীটা আজ
করছে কত আজব খেলা।
ছদ্মবেশী সেবক সেজে
প্রচার হতে ধরছে চেলা।
তীব্র কণ্ঠে হাজার স্লোগান
রাস্তা ঘাটে হয় প্রতিদিন।
দিনের শেষে ইস্যু জাগে
মানবতা হয় দৃশ্যহীন।
মানবতা মানেই ভাষণ
মিটিং মিছিল কিংবা সভায়।
সবাই আজকে সমাজ সেবক
চামচা দলের মুখের ভাষায়।
পথের শিশু পথেই থাকে
অবহেলা, অনাদরে।
উপোস থেকে রাস্তা ঘাটে
নিত্য দেখি মানুষ মরে।
ধর্ষণ হয় যে চারদিকে আজ
মেয়ে ভগ্নী আর মায়েরা।
সমাজ খোঁজে ধর্ষিতার দোষ
সজ্জার প্রতি দেয় ইশারা।
নবজাতকের জায়গা হয়
ডাস্টবিন কিংবা ত্যক্ত ডোবায়।
শরীর তার হয় ছিন্ন-ভিন্ন
কাক শৃগালের তীক্ষ্ণ থাবায়।
মানব সেবক আছে যারা
কেউ দেখেনা এদের ব্যথা।
এসব বলে লাভ নেই জানি,
কে বা শুনবে আমার কথা?
মানবতা তাই খুন হয় আজ
মুখোশ পরা নেতার হাতে।
স্বার্থের লোভে সবাই আজি
দিচ্ছে তালি তাদের সাথে।