বর্ষশেষে লিখতে বসছি
মনের কিছু কথা।
হতাশায় আজ বিশ্ব নিখিল
হৃদয়ে তাই ব্যাথা।
চাওয়া পাওয়ার অঙ্কে দেখি
বিয়োগের ভাগ বেশি,
শেষে তবু আশার আলোয়
বাঁচতে ভালোবাসি।
কত শিক্ষা পেয়েছি যে
এক বছরের বাঁকে।
বিষাদ-সিন্ধু জীবন আমার
গান গাই তারি ফাঁকে।
থামবার নয় জীবন কারো
আপন পথে চলে।
বাঁচার লড়াই লড়তে হবে
তোমার আখ্যান বলে।
আজিকার এই বিদায় রাতে
জানাই তাই কুর্ণিশে।
একুশ তুমি বেঁচে রবে
আমার ইতিহাসে।