যুগ যুগ ধরে তুমি ব্যস্ত
হ্যাঁ, ভীষণ ব্যস্ত,
একটা বালির বাঁধ গড়ছ,
অনেক উঁচু পাহাড় সম বালির বাঁধ।
আচ্ছা, হঠাৎ যদি ঝড় আসে
কালবৈশাখী প্রচণ্ড ঝড়,
অথবা আষাঢ়ের প্রবল বর্ষণ;
টিকে থাকবে তোমার এই বালির বাঁধ?
জানি, থাকবে না।
তবে কেন এত ব্যস্ত এই বালির বাঁধ গড়তে?