বাবুই তোমার কারুকার্য সবার জানা আছে,
নিজেই তুমি গড়ো বাসা তাল সুপারির গাছে।
দেখে তোমার ঠোঁটের জাদু অবাক হয়ে ভাবি,
কোথায় পেলে বাবুই তুমি এমন শিল্পের চাবি!
বাবুই তুমি শিল্পী পাখি, দর্জি বলে ডাকি,
তোমার এমন শিল্পকর্মে বিস্মিত হয় আঁখি।
নিজের ঠোঁটে গাছের উপর বানাও তুমি বাসা
পাতার সুতোয় সেলাই করা, কি যে দারুণ খাসা!
বাবুই তোমার বাসা খানি গাছে থাকে ঝুলে,
বায়ুর বেগে নিত্য তাহা এদিক সেদিক দোলে।
সবাই দেখে তোমার শিল্পের সুনাম করে কতো
পাখি কুলে কেউ কি আছে দর্জি তোমার মতো!
মানব জাতি মুগ্ধ আজি দেখে তোমার বাসা,
কাব্য কথায় লিখতে গেলে পাইনা খুঁজে ভাষা।
আমরা ও যে হার মানি তোমার শিল্পের কাছে,
এমন বাসা বুনবে মানুষ, সাধ্যি কাহার আছে!
তোমার কর্ম দেখে সবাই প্রেরণা পায় প্রাণে,
প্রসংশা তাই করছে দেখো কাব্য কিংবা গানে।
তোমার থেকে শিক্ষা পেলাম কর্মপটু হতে,
নিজের উপর নির্ভর করে চলতে জীবন রথে।