বাবা
----------
যত দিন বেঁচে থাকি ধরণীর পরে
তব ছায়া যেন থাকে মাথার উপরে
এই আবেদন করি আমি খোদার দরবারে
বাবা তুমি বেঁচে থেকো আজীবন ধরে।

                    মা
                ----------
যত শান্তি সব রয়েছে তোমার আঁচল মাঝে
তব আশীষ বলে সফল আমি সকল কাজে
হাত তুলে তাই দোয়া করি সকাল দুপুর সাঁঝে
যুগ যুগ ধরে বেঁচে থেকো মা আমাদের মাঝে।