অসৎ আয়ে নেই'কো আরাম
আছে শুধুই কষ্ট।
অসৎ কাজে সুখ চলে যায়
জীবনটা হয় নষ্ট।
অসৎ পথে কেউ নেই ভালো
আছে অনেক দ্বন্দ্ব।
এই পথটা আঁধার অতি
সবাই বলে মন্দ।
অসৎ কর্মের জ্বালা কঠিন
হবে ভীষণ ক্ষতি।
এই পথে যে জীবন বাড়ায়
হারায় সুখের গতি।
অসৎ পথটা বর্জন করে
থাকতে হবে সত্যে।
জাগতে হবে বীরের মতো
নৈতিকতায় মত্তে।