রহিম বাবু শিক্ষিত লোক
মস্ত এক অফিসার।
অনেক লম্বা মাইনে আছে
তাই যত অহংকার।

মাইনে ছাড়া ঘুষের টাকা
আছে কাড়ি কাড়ি।
এই শহরে গড়ছেন তিনি
পাঁচতলা এক বাড়ী।

ভিক্ষুক কিছু চাইতে আসলে
মাথা হয় যে গরম।
আচরণটা খুবই খারাপ
লাগেনা তো সরম।

করিম বাবু গ্রামের মানুষ
নাম দস্তখত জানেন।
কৃষিকর্ম করে তিনি
অল্প রোজগার করেন।

কোনোরকম সংসার চলে
অল্প একটু টাকায়।
তবু তিনি নিঃস্ব লোককে
রোজই করেন সহায়।

সবার সাথে মিলে মিশে
থাকেন তিনি নিত্য।
মিথ্যা কথা বলেন না যে
সদা বলেন সত্য।

আসল শিক্ষা ভাই কার কাছে
একটু ভেবে দেখো,
ডিগ্রী থাকলেই শিক্ষিত নয়
সেটা মনে রেখো।