জীবন চলার পথে কত বন্ধুর সাথে পরিচয়।
সকল বন্ধু নয়তো বন্ধু কিছু মুখোশধারী হয়।
কিছু বন্ধু খাঁটি স্বর্ণ, সারা জীবন উজ্জ্বল রয়।
কিছু আবার নকল সোনা, উজ্জ্বলতর অন্ত হয়।
কিছু বন্ধু কোকিল পাখি, বসন্ত কালে আসে।
কিছু আবার সুখে দুঃখে থাকে সদা পাশে।
কিছু বন্ধু যেমন ভ্রমর মধু খেয়েই চলে যায়।
কিছু আবার অন্ধ রাতে চাঁদের মতো জ্বলে রয়।
কিছু বন্ধু সুখের সাথী দুঃখের সময় যায় যে চলে।
বন্ধু বেশে স্বার্থ আদায় করে তারা নানান ছলে।
কিছু আবার স্বার্থ ছাড়া আছে শুধু ভালোবেসে।
কষ্টের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় কাছে এসে।
স্বার্থলোভী সখা যারা নয়তো তারা আসল বন্ধু।
এদের জন্য অশ্রু ঝরে ভরে ওঠে মহান সিন্ধু।
বন্ধু হল স্বার্থ ছাড়া দুঃখে যে জন পাশেই থাকে।
নিঃস্বার্থে যে ভালোবাসে আসল সখা বলে তাকে।