আশা নিয়ে বেঁচে আছি মোরা, আশাই সবকিছু;
তাইতো সদা ছুটি মোরা আশার পিছু পিছু।
আশা হল আচ্ছাদিত এক গুচ্ছ কল্পনার রাশি,
বারে বারে মোরা সেই বিন্দুতেই ফিরে আসি।
আশা হল নিজ কণ্ঠনালীর অপ্রকাশিত শব্দ,
যাহা জীবনকে রাখে এক গণ্ডির মধ্যে আবদ্ধ।
আশা হল কল কল বেগে বয়ে যাওয়া এক নদী,
ধন্য করে জীবন, তৃপ্ত করে মন বাস্তব হয়ে যায় যদি।
আশা হল ভালোবাসার এক প্রবাহমান ঝর্ণা।
আশা হল মন ও কল্পনার এক রঙীন বর্ণা।
আশা হল জীবনের একটি অংশ।
আশা, সে যেন ভালোবাসার বংশ।