বদলে যাচ্ছে সুদিন আজি নামছে দুঃখের ছায়া,
সুখগুলো সব বিলীন হচ্ছে কবজা করছে মায়া।
অমাবস্যা আসছে ধেয়ে চন্দ্র যাচ্ছে ডুবে,
চারদিকটা অন্ধকার আজ মেঘ করেছে পূবে।
শান্তির প্রতীক রক্তিম আজি বিকাশ গেছে থেমে,
ঐ শোনা যায় শঙ্খধ্বনি যুদ্ধ আসছে নেমে।
ধর্ম যুদ্ধ, কর্ম যুদ্ধ, ভিন্ন রকম ধ্বজা,
যুদ্ধ শেষে কেউ নয় জয়ী, দাগী সবার সজ্জা।
তবু মোরা বুঝিনা'কো, লড়াইটা নিত্য চাই।
হিন্দু মুসলিম পর নয় যে কেউ, একই ঔরসজাত ভাই।