অপরূপা দেশটা আমার
দেখতে লাগে বেশ।
রূপের বর্ণন যতই করি
হয়না তাহা শেষ।

সবুজ বনে রঙিন ফুলের
মন মাতানো ঘ্রাণ।
মিষ্টি মধুর পাখির ডাকে
জুড়ায় সবার প্রাণ।

বিস্তৃত ঐ ক্ষেতের মাঠে
সোনার ফসল দোলে।
অনেক সুখে সবাই মিলে
বাস করি তার কোলে।

পাখ পাখালি গাছ পালা আর
নদীর কলতানে।
অবাক হয়ে চেয়ে থাকি
আমার দেশের পানে।