হৃদয় মাঝে শত ইচ্ছে
স্বপ্ন হয়ে ভাসে।
মন গভীরে ইচ্ছেগুলো
মিটিমিটি হাসে।
স্বপ্নে আমি বাঁধি গৃহ
স্বপ্নে কিনি গাড়ি।
স্বপ্নলোকে চলি সদা
বাস্তবতা ছাড়ি।
স্বপ্নে ভাসা ইচ্ছেগুলো
হবে কি আর পূরণ?
অভাবে ঐ ইচ্ছেগুলোর
হয়ে গেছে মরণ।
ইচ্ছে হারার কষ্টগুলো
বুকের মাঝে থাকে।
হৃদয় বাগে আসেনা আর
অলি ঝাঁকে ঝাঁকে।
সুখের বদলে দুঃখ আসে
অনটনের ফলে।
স্বপ্নগুলো হারিয়ে আমি
ভাসি চোখের জলে।