পথ চলতে চলতে ক্লান্ত দুটি পা,
তবুও দু'মুঠো অন্ন জোটে না।
চারদিকে যখন ফুল ফোটে, কোকিল ডাকে,
তখন শূন্য উদর আমার চিৎকার করে হাঁকে।
পৃথিবী নাকি আজ অগ্রগতির দিকে,
নতুনত্বের স্বাদে;
তবুও আমি অন্নহীন,
জানি না কোন সে অপরাধে!