রাজা, তুমি কি আজ হয়ে গেলে অন্ধ?
তোমার দেশে চলছে কেন এত দ্বন্দ্ব?
অবিচারে গ্রাস করছে আজ তোমার দেশ।
তা দেখেও তুমি আছ এই অনেক বেশ।
মুখোশধারী মানুষ দেশে করতেছে রাজ।
সাতচল্লিশ কি চেয়েছিল এমন সমাজ?
সহজ সরল মানুষ পড়ে আছে ফাঁদে।
নিঃস্ব হয়ে বসে তারা গুমরে কাঁদে।
জুলুমবাজি এই সমাজের নিত্য চিত্র।
নিজের স্বার্থে সবাই, কেউ নয় কারো মিত্র।
দিকে দিকে পাতা আছে কত ইন্দ্রজাল।
সাদাসিধা মানুষ হচ্ছে তাতে নাজেহাল।
বড় নিষ্ঠুর সমাজ, সত্যের হয় পরাজয়।
প্রতিবাদীর ঠিকানা আজ জেলখানা হয়।
রাজা, ঠিকই আজকে তুমি হয়ে গেছ অন্ধ।
দেখেও দেখনা তুমি দেশের এসব মন্দ।