বুকের মাঝে বাঁধছে বাসা আমার মায়ের বাংলা ভাষা
বিশ্ব করবে জয়।
পাবে সবার ভালোবাসা এটাই আমার মনের আশা
থাকবে বিশ্ব ময়।
জীবন দিয়ে বাংলা পাওয়া তাইতো এমন স্তুতি গাওয়া
মনে অনেক সুখ।
বাংলার নিশান উড়বে নভে বিশ্বব্যাপী দেখবে সবে
থাকবে না আর দুখ।
এই ভাষাতেই স্বপ্ন দেখি এই ভাষাতেই কাব্য লিখি
রাখব ইহার মান।
দরকার হলে জীবন দিব শত্রু এলে বদলা নিব
গাইব বাংলার গান।
ভাষার তরে শহীদ যারা নির্ভয়ে প্রাণ দিল তারা
করেনি তো ভয়।
ওদেরকে আজ স্মরণ করে চলব ওদের পথটা ধরে
আনব বাংলার জয়।