আমি উৎপাদক,
জোগাড় করি সবার খাদ্য;
আমি ছাড়া কারো নেই বাঁচার সাধ্য।
আমি রক্ষক,
সবারে দেই অম্লজান;
আমি রক্ষা করি সকল জীবের প্রাণ।
আমি দাতা,
ফুল, ফল, কাষ্ঠ করি প্রদান;
জীবনটা প্রাণীর তরে করি বলিদান।
আমি দয়ালু,
প্রকৃতির অপার দান;
আমি না থাকলে নেইতো ধরার মান।
আমি জীবন,
আমার থেকেই নিচ্ছ শ্বাস;
তবু আমায় ইচ্ছেমতো করছ বিনাশ।
আমি উদ্ভিদ;
আমাকে বাঁচতে দাও,
এই ধরায় যদি সবাই বাঁচতে চাও।