গরিব ঘরে জন্ম আমার
তাইতো আমি দাসী।
বাড়ি বাড়ি কাজ করে খাই
নামটা কাজের মাসী।
সকাল বেলা হাজির হতেই
পাই যে কত আদেশ।
এইটা করবে সেইটা করবে
যত কাজের নির্দেশ।
কাপড় ধোয়া বাসন মাজা
ঝাড়ু দিতে হয় ঘর।
সকল কর্ম একাই করি
পাই না তবু ঠিক দর।
স্বামী ছেলে নেই বলে আজ
সহ্য করি কত।
মেম সাহেবের বকাবকি
আর কাজের চাপ যত।
এমন ভাবেই চলছে জীবন
নেই যে কোনো আশা।
কাজের মাসী সবার দাসী
পাই না ভালোবাসা।